পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি কাউখালীতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে “পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির”- এই নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সড়কে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক,ছাত্র,ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান পেশার মানুষ।
এ সময় উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, লক্কর ঝক্কর মার্কা মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে লাইসেন্স বিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালতে দেওয়া যাবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মাদক ও নেশা খোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের সাথে অসধাচারণ বন্ধ করতে হবে, অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে। মানববন্ধনে প্লাকার্ড ও শ্লোগানে এ সকল দাবী প্রশাসনের কাছে জানিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com