পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা রোগী সন্দেহে এক ভবঘুরে যুবককে জঙ্গল থেকে উদ্ধার করে নিজ গাড়িতে হাসপাতালে নিয়ে গেলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
দুদিন ধরে জ¦র, সর্দি কাশি নিয়ে জঙ্গলে পরে থাকায় আজ শনিবার সকালে উপজেলার পাড়েরহাটের লাহুরি থেকে যুবকের কথা ইউএনওকে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত তিনি ডাক্তার নিয়ে ঘটনাস্থলে ছুটেযান। জঙ্গল থেকে ওই ভবঘুরে যুবককে উদ্ধার করে নিজ গাড়িতে করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে কোভিট -১৯ এর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করান। পরে আবার নিজ গাড়িতে করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে যুবকের জামা কাপড়েরর ব্যবস্থা করে হাসপাতালের আইসোলেশনে থাকার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ভবঘুরে যুবকের জঙ্গলে পরে থাকার খবর পেয়ে আমরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। যুবক তার নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। তার করোনা ভাইরাসের কিছু লক্ষন রয়েছে। তাই তার নমুনা সংগ্রহ করে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।