পিরোজপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মো. ইসরাফিল (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার নিয়মিত মাদকের মামলা শেষে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. রুস্তম আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারি ইসরাফিলকে আটক করে।

এ সময় পুলিশ ইসরাফিলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১০ হাজার ২ শ টাকা উদ্ধার করে।