 
                                            
                                                                                            
                                        
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী।
মঙ্গলবার দুপুরে হাজারও নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সুরা ফাতেহা পড়ে দোয়া মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী।
ঢাকা থেকে পিরোজপুর আসার পথে প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন- এটা আগেই জানতে পেরে প্রায় শতাধিক গাড়ি নিয়ে টুঙ্গিপাড়ায় অবস্থায় করছিলেন পিরোজপুরের আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মী। পরে তাদের সাথে নিয়েই জাতির পিতার কবর জিয়ারত করেন সালমা রহমান হ্যাপী।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সালমা রহমান হ্যাপী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেই তিনি তার নির্বাচনের কার্যক্রম শুরু করার ইচ্ছা পোষণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর আস্থা রেখেই আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং মনোনয়ন বোর্ডের অন্য নেতাদেরও তিনি ধন্যবাদ জানান।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।