পিকআপচাপায় প্রাণ গেলো একই পরিবারের তিনজনের

লেখক:
প্রকাশ: ৩ years ago

পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথাইল হাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) ও তাদের চাচা আ. মতিন (৬০)। নিহত মতিন জুরান মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে একই পরিবারের ৩ জন শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। ছোট পাথাইল হাট এলাকায় একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় মোটরসাইকেলসহ তারা ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান এসে তাদের চাপা দেয়। এতে মতিন ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে রাতে তারা মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, পুলিশ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই মরদেহগুলো সাঁথিয়া আনায় নিয়ে আসা হয়। শনিবার সকাল পর্যন্ত থানার হিমঘরে সেগুলো রাখা হয়েছে। ময়নাতদন্ত হবে নাকি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।