চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে প্যারিস সেন্ট জার্মেই শিবিরে হানা দিয়েছে ইনজুরি। গোড়ালির চোটে ভুগছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার। রিয়ালের বিপক্ষে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন পিএসজির আরেক ব্রাজিলিয়ান ফুটবলার মারকুইনস।
এদিকে, ইনজুরি হানায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠের ম্যাচে দল গঠন নিয়ে চিন্তায় পড়েছেন পিএসজি কোচ উনাই এমেরি।
এ ব্যাপারে ব্রাজিলিয়ান গনমাধ্যম ইউওল জানিয়েছে, উরুর চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের আগামী ম্যাচে মারকুইনসকে নিয়ে অনিশ্চিতয়তা তৈরি হয়েছে। নেইমারের চেয়ে মারকুইনসের চোট গুরুতর বলে জানিয়েছে ইউওল। মেটাটার্সালে ফাটল ধরলেও নেইমারকে দলে পাওয়ার আশা উড়িয়ে দিচ্ছে না পিএসজি। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
গত রবিবার লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে খেলতে নেমে গোড়ালীতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েন নেইমার। পরীক্ষার পর জানানো হয়েছে নেইমারের ‘পঞ্চম মেটাটার্সালে’ ফাটল ধরেছে। একই ম্যাচে বাম উরুতে চোট পেয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনস।