প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০১৮, ১:১০ পূর্বাহ্ণ
পিএসজিতে যোগ দিলেন দিয়ারা

রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক মিডফিল্ডার লাসানা দিয়ারা প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন। পিএসজি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। চুক্তি অনুযায়ী ৩২ বছর বয়সী দিয়ারা আগামী ২০১৯ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকবেন।
৩৫ বছর বয়সী থিয়াগো মোত্তার বদলী হিসেবে দিয়ারাকে দলভূক্ত করা হয়েছে। মোত্তা সম্প্রতি ইনজুরিতে ভুগছেন। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ারা বলেছেন, ‘নিজের ঘরের ক্লাবে শেষ পর্যন্ত যোগ দিতে পেরে আমি দারুণ খুশী।’
ফ্রান্সের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়ারা ডিসেম্বরের শেষে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরা ছেড়ে এসেছেন। পিএসজি সভাপতি নাসির আল-খেলাফি এক বিবৃতিতে বলেছেন, ফ্রান্স ও ফ্রান্সের বাইরে তার অভিজ্ঞতা আমাদের দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। আশা করছি তার সাথে মৌসুমের দ্বিতীয় ভাগটা দারুণ কাটবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com