প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকরা নাকি বিরক্ত হয়ে উঠেছিলেন নেইমারের অনুপস্থিতির কারণে। অন্যদিকে ব্রাজিল সমর্থকরা উদগ্রীব হয়ে ছিলেন, কবে তাদের সেরা তারকা মাঠে ফিরবেন? অবশেষে সবার উৎকণ্ঠা কিংবা বিরক্তির অবসান ঘটিয়ে ফিরে এলেন নেইমার। শুক্রবার তিনি ফিরেছেন তার নিজের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে। যদিও এখনও পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
ব্রাজিল থেকে ব্যক্তিগত বিমানে করে কয়েকজন বন্ধুসহ প্যারিসে এসে অবতরণ করেন নেইমার। অস্ত্রোপচারের ঠিক দুই মাস পর প্যারিসে এসে নামলেন তিনি। তার রিহ্যাবিলিটিশনের বাকি অংশ প্যারিসেই সম্পন্ন করবেন ব্রাজিলিয়ান এই তারকা।
ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে খেলতে গিয়েই ডান পায়ের পাতার ফিফথ মেটাটারসালে ছিড় ধরান তিনি। এরপর বিশ্বকাপ খেলার জন্য দ্রুত ব্রাজিলে গিয়ে অস্ত্রোপচার করান নেইমার। সেই থেকে ব্রাজিলেই ছিলেন তিনি। সেখানেই সুস্থ হওয়ার লড়াই শুরু করেন এবং বিশ্বকাপের আগেই যেন মাঠে ফিরতে পারেন, ধীরে ধীরে সে অনুশীলনও চালিয়ে যান তিনি।
ক্যাম্প ডেস লোগেসে পিএসজির ট্রেনিং ক্যাম্পে গিয়ে রিপোর্ট করেন নেইমার; যদিও তার ফেরার অর্থ সহসাই পিএসজির হয়ে মাঠে নামবেন- এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে তিনি নানা পরীক্ষা-নীরিক্ষার মধ্য দিয়ে যাবেন। তবে, ইনএসপিএন জানিয়েছে, নেইমার খুব করে চাচ্ছেন, ১৭ মের মধ্যে মাঠে নামার উপযুক্ত হতে। কারণ, ফরাসি লিগ ওয়ানে ওইদিনই সর্বশেষ ম্যাচ খেলতে নামবে পিএসজি এবং ওই ম্যাচে সিয়েনের বিপক্ষে মাঠে নামতে চান তিনি। ওই ম্যাচে মাঠে নামার ব্যাপারে নেইমারের সামনে বাণিজ্যিক বাধ্যবাদকতাও রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com