পিএইচডির জন্য আমেরিকা যাচ্ছেন উজিরপুরের সন্তান ইসমাত জাহান এনি

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল জেলার উজিরপুরের সন্তান ইসমাত জাহান এনি পিএইচডি করার জন্য আমেরিকায় যাত্রা করবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

উপজেলার ধামুরা গ্রামের রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম মোহাম্মদ ইয়াসিন বালীর মেয়ে ইসমাত জাহান এনি রোগতত্ত্ব নির্ণয়ের উপরে পিএইচডি করার জন্য ১০ আগস্ট সকাল ছয়টায় আমেরিকার জর্জিয়া ইউনিভারসিটির উদ্দেশ্যে যাত্রা করবেন।

উল্লেখ্য ইসমাত জাহান এনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুওলজিতে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ইসমাত জাহান এনির বড় ভাই ইমরান হাসান সোহাগ ঢাকা বুয়েট থেকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস পেয়ে বর্তমানে সুইডেনে পিএইচডি করছেন এবং ইমরান হাসান সোহাগের স্ত্রী সাদিয়া শারমিন আর্মি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক হিসেবে চাকুরীরত অবস্থায় তিনিও পিএইচডি করার জন্য বর্তমানে সুইডেনে আছেন।

ইসমাত জাহান এনি সকলের কাছে দোয়া চেয়েছেন।