পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান : সেনাপ্রধান

লেখক:
প্রকাশ: ২ years ago

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে।

আজ রোববার (৪ জুন) দুপুরে বান্দরবান সেনানিবাসে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান বান্দরবান সেনানিবাসে সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান বলেন, ‘ইতোমধ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মূল ঘাঁটিসহ অধিকাংশ আস্তানা সেনাবাহিনী দখল করে নিয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত সফলতা অর্জন করা যাবে। সেই সঙ্গে কোনো সন্ত্রাসী যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তবে তাদের স্বাগতম জানানো হবে। শান্তিতে যে সমস্যার সমাধান সম্ভব, তার জন্য আমরা সংঘাতে কেন যাব।’

সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে বলেও জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রামু সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।