পাসের হার আর একাডেমিক ভবন বৃদ্ধি করলেই হবে না : মেনন

:
: ৬ years ago

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শিক্ষায় শুধু পাসের হার আর একাডেমিক ভবন বৃদ্ধি করলেই হবে না সেইসঙ্গে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে।

বুধবার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। নারীর ক্ষমতায়ন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের নির্বাচনে উন্নয়নের এ সরকারকে আপনারা পুনরায় ক্ষমতায় বসাবেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল-২ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ৩-আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার ও কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন প্রমুখ।