#

গুরুতরু অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি রয়েছেন বরেণ্য কবি হেলাল হাফিজ। গত ১ সেপ্টেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে কবিকে দেখভালের কেউ নেই। গত ২ সেপ্টেম্বর রাতে বারডেমের বারান্দায় থাকা একজনকে ভাড়া করে কবির কাছে রাখা হয় বলে দাবি করেন চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী। এ খবর প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় জোর সমালোচনা চলছে।

কবির পাশে তার পরিবারের কেউ নেই কেন—এমন প্রশ্ন অনেকে তুলেছেন। এ প্রশ্নের উত্তর খুঁজতে রাইজিংবিডির এই প্রতিবেদক কথা বলেন হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজের সঙ্গে। তিনি বলেন—‘আমরা বারবার ওনার কাছে যেতে চাই। কিন্তু উনি এটা কোনোভাবেই অনুমতি দেন না। জোর করলে রাগারাগি পর্যন্ত করেন। এ পরিস্থিতিতে আমরা কী করতে পারি? এমনো বলেছি, আপনার আসার দরকার নেই; আমরা গিয়ে আপনাকে নিয়ে আসি। আমাদের কাছে থেকে ‍সুস্থ হয়ে আবার চলে যান। কিন্তু এতেও রাজি নন কবি। আমাদের বড় ভাই ঢাকায় থাকেন। বড় ভাইয়ের বাসায় কিছুদিন ছিলেন; করোনার সময়ে ওই বাসা থেকেও চলে যান।’

 

আপনারা কবির কাছে যেতে চাইলে রাগ করেন কেন? এ প্রশ্নের জবাবে নেহাল হাফিজ বলেন, ‘‘একা থাকতে পছন্দ করেন। আমরা ভাই-বোন যারা আছি, তাদের কাউকে তিনি বলেন না—তোরা আমার কাছে আয়। এমনো বলেছি, আমরা গিয়ে আপনাকে দেখেই চলে আসব। কিন্তু এ প্রস্তাবেও রাজি হননি। আমরা ওনার অনেক ছোট। একবার ‘না’ করলে সেটাকে ‘হ্যাঁ’ করানো চরম ধৃষ্টতা। এই ধৃষ্টতা দেখানোর শিক্ষাটা আমরা পারিবারিকভাবে পাইনি। যার কারণে ওনার ‘না’ মেনে নিতে হয়।’’

হাসপাতালে কবির পাশে কেউ নেই। বিষয়টি জানেন কী? উত্তরে নেহাল হাফিজ বলেন, ‘পরশু দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর খবর পেয়েছি। তারপর আমি ওনাকে ফোন করেছিলাম। কিন্তু ফোন ধরেননি। আজকে আবার ফোন দেব। উনি যেতে না বললেও আমি আগামীকাল ঢাকায় যাব। আজকে আমার এক চাচাত ভাই কবির কাছে গিয়েছিলেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে। কবির সুগার লেভেল নেমে গিয়েছিল। এখন আগের চেয়ে ভালো আছেন। আমাদের কারো নিয়মিত ওনার পাশে থাকা দরকার।’

কবির সঙ্গে আপনাদের পারিবারিক কোনো সমস্যা রয়েছে কী? জবাবে নেহাল হাফিজ বলেন, ‘আমাদের কারো সঙ্গে পারিবারিক কোনো সমস্যা নেই। তবে ঢাকায় যে বড় ভাই থাকেন, ওনার সঙ্গে হয়তো কোনো অভিমান থাকতে পারে! যদিও ব্যাপারটা আমি জানি না।’

 

‘কবি তো আমার রক্তের ভাই। ওনাকে কতটা অনুভব করি তা ব্যাখ্যাতীত। কবির কাছে বারবার যেতে চাই। কিন্তু রাগ করেন। শাহবাগে যখন হোটেলে থাকতেন তখনো যেতে চেয়েছিলাম। কিন্তু উনি বললেন, এখানে ব্যাচেলর কাউকে অ্যালাউ করে না; আসিস না।’ বলেন নেহাল।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন