পাল্লা দিয়ে গোল করছেন নেইমার-এমবাপ্পে

লেখক:
প্রকাশ: ৭ years ago

লিগের শুরুতেই প্রতিযোগিতায় নেমে পড়েছেন নেইমার ও এমবাপ্পে। লিগ ওয়ানে তিন ম্যাচ শেষে উভয়ের নামের পাশেই তিনটি করে গোল

নেইমার ও কিলিয়ান এমবাপ্পের প্যারিস ছাড়ার গুঞ্জনটা এখনো বাতাসে উড়ছে। ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদ লক্ষ্য বানিয়েছে এ দুজনকে। এ নিয়ে ভাবতে যেন বয়েই গিয়েছে এই আক্রমণ জুটির। ভবিষ্যতে কী হবে, সে চিন্তা বাদ দিয়ে দুজনেই লিগের শুরুতে নেমে পড়েছেন গোল করার প্রতিযোগিতায়। লিগে তিন ম্যাচ শেষে দুজনের নামের পাশেই তিনটি করে গোল। তবে ধারাবাহিকতায় এগিয়ে আছেন নেইমার। কারণ টানা তিন ম্যাচেই গোল পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারও যেমন টানা তিন ম্যাচে গোল পেয়েছেন, তাঁর দল পিএসজিও গতকাল অ্যাঁজাকে ৩-১ গোলে হারিয়ে তুলে নিয়েছে লিগে টানা তৃতীয় জয়। পিএসজি ‘এমসিএন’ ত্রয়ীর বাকি দুই তারকা এমবাপ্পে-কাভানিও গোল পেয়েছেন।

গোলের শুরুটা করেছিলেন কাভানি। ১২ মিনিটে নেইমারের ক্রস থেকে গোলমুখে বল পেয়েছিলেন। সেখান থেকে গোলের খাতা খুলেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। নয় মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে অ্যাঁজাকে সমতায় ফেরান ম্যাঙ্গানি। ব্যাস, ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল অতটুকুই। দ্বিতীয়ার্ধে আর বর্তমান চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি তারা।

৫১ মিনিটে ভলিতে দুর্দান্ত গোল করে ২-১ করেছেন এমবাপ্পে। বাম প্রান্ত থেকে ডি মারিয়ার এরিয়াল ক্রস সরাসরি ভলিতে বল জালে পাঠিয়েছেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা। পরে নেইমারকে দিয়ে গোলও করিয়েছেন আগের ম্যাচে গেঁগাঁর বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পে। ডান প্রান্ত থেকে ফরাসি এই ফরোয়ার্ডের কাট ব্যাক দেখে শুনে শুধু জালে রেখেছেন নেইমার।