পাল্টা মার্কিন ৬০ কূটনীতিক বহিষ্কার রাশিয়ার

লেখক:
প্রকাশ: ৬ years ago

এবার রাশিয়াও পাল্টা যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে। সেই সঙ্গে দেশটির সেন্ট পিটার্সবার্গে অবস্থিত মার্কিন দূতাবাসও বন্ধ করে দিয়েছে পুতিন সরকার।

গণহারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৯ মার্চ) এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

যুক্তরাজ্যে এক গুপ্তচরকে বিষপ্রয়োগ নিয়ে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনা নিয়ে রাশিয়ার উত্তপ্ত সম্পর্ক চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে।

এর আগে পক্ষ ত্যাগকারী রুশ গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে নার্ভ গ্যাসের মাধ্যমে হত্যা চেষ্টার জের ধরে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সিয়াটলে অবস্থিত রাশিয়ান দূতাবাসও বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।

বহিষ্কৃত ৬০ কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়ান দূতাবাস ও ১২ জন জাতিসংঘে কর্মরত ছিলেন।