দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও জাপান।
শুক্রবার ঢাকার জাপানিজ দূতাবাস জানায়, বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-জাপান পাবলিক প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগে (পিপিইডি) দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক প্রতিমন্ত্রী তাতসুয়া তেরাজওয়া এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জাপান-বাংলাদেশ কমিটির চেয়ারম্যান তেরুও আসদার নেতৃত্বে দেশটির সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের ৭৪ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। সেই সাথে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধি নিজামুদ্দিন রাজেশ, সরকারি কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
২০১৪ সালে জাপান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের বৈঠককালে সই হওয়া জাপান-বাংলাদেশ যৌথ অংশীদারিত্ব চুক্তির অংশ হিসেবে এ সংলাপ শুরু হয়।