দক্ষিণ আফ্রিকা সফরে একটি টি-টোয়েন্টি ছাড়া সব ম্যাচেই বাংলাদেশের পারফর্ম্যান্স এত বাজে কেন এই প্রশ্ন আমার নিজের কাছেও। বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।সোমবার বিসিবি একাডেমি মাঠে বাংলাদেশের এই বাজে পারফর্ম্যান্সের কারণ জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।
হাবিবুল বাশার বলেন, আমাদের এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভিন্ন ভিন্ন কন্ডিশনেও আমরা ভালো খেলেছি। এখানে কেন ভালো করতে পারিনি, কারণটা আমার কাছে পরিষ্কার নয়।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বা বোলিং কোনো বিভাগেই আমরা ভালো করতে পারিনি। তবে একটা সিরিজ দিয়ে বলতে পারব না যে সামনে আর পারবো না কিংবা আমরা খারাপ হয়ে গেছি।সাবেক এই অধিনায়ক বলেন, একটা জিনিস এখন আমাদের করা উচিত হবে না যে একজন আরেকজনের দোষ খুঁজে বের করা। সেটা করলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না।তিনি বলেন, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ ও বিপিএল রয়েছে। এর মধ্যে কোথায় ভুল করেছি আমরা সেটা খুঁজে বের করতে পারি। নিশ্চয়ই ম্যানেজমেন্ট বসবে। এত বাজে খেলার কারণ তো অবশ্যই রয়েছে।