পায়রা বন্দর ত্যাগ করেছে পাথর নিয়ে আসা ‘এমভি সোল’

:
: ১ বছর আগে

পটুয়াখালীর পায়রা বন্দর ত্যাগ করেছে ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে আসা মাদার ভ্যাসেল ‘এমভি সোল’। সোমবার দুপুরে পাথর খালাসের পর সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার মেইলবো বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

পায়রা বন্দর কৃর্তপক্ষ জানায়, ১৫ এপ্রিল তাপ বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএলের জন্য ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌছায় এমভি সোল। লাইটার জাহাজের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। পরে ১০ দশমিক ৩০ মিটার গভীরতা নিয়ে জাহাজটি ১৯ এপ্রিল বন্দরের ইনার অ্যাংকোরেজে এসে পৌছায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে এটি সবচেয়ে বড় জাহাজ ছিল। এর আগে কয়লা নিয়ে ১০ দশমিক ২০ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করেছিলো। বন্দরের টার্মিনালের কাজ শেষ হলে জেটিতে ১০ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজ ভিড়বে।