ঢাকা থেকে নিলফামারীর চিলাহাটি যাবেন পঞ্চাশোর্ধ্ব সরাফত আলী। সঙ্গে যাবেন তার অসুস্থ স্ত্রী। হাসপাতালে ভর্তি থাকা স্ত্রীর করা হয়েছে ক্যান্সার অপারেশন। স্ত্রীকে নিয়ে বাড়ি যাবেন বলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন টিকিট কাটতে। কিন্তু রোজা রেখে ২ দিন দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি বলে জানান তিনি। রাত জেগে টিকিটের অপেক্ষায় কাউন্টারে দাঁড়িয়ে থেকেও টিকিট না মেলায় হতাশ তিনি।
সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন সরাফত আলী। তবে সিরিয়ালের পেছন থেকে কাউন্টারের সামনে আসতে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে দুই দিন।
সরাফত আলী বলেন, চিলাহাটি যাব। হাসপাতালে স্ত্রীর জরায়ু ক্যান্সারের অপারেশন হয়েছে। স্ত্রীসহ আমার ছেলে-মেয়ে আছে। সবাইকে নিয়ে ২৯ এপ্রিল একটি কেবিনের টিকিট কাটার জন্য শনিবার (২৩ তারিখ) রাতে এসে কাউন্টারের লাইনে দাঁড়াই। ২৪ তারিখ সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে কাউন্টারের সামনে আসতে আসতেই টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। রাতে কে বা কারা আমার হাতে একটি সিরিয়ালের স্লিপ ধরিয়ে দেয়। স্লিপ নিয়ে আমি ঘুমিয়ে যাই। কিন্তু ঘুম থেকে উঠে যখন সিরিয়ালের সামনে দাঁড়াইতে যাই, আমাকে আর দাঁড়াতে দেওয়া হয়নি। পরে উপায় না পেয়ে আবার সিরিয়ালের পেছনে দাঁড়াই। সোমবার (২৫ এপ্রিল) সারাদিন দাঁড়িয়ে থেকে কাউন্টারের কাছাকাছি পৌঁছাই।
সরাফত আলী আরও বলেন, যে দুই দিন রোজা রেখে লাইনে দাঁড়িয়েছি, শুধু পানি খেয়েই আছি।
কারা তাকে লাইনের সামনে থেকে আবার পেছনে পাঠিয়েছে তা জানতে চাইলে বলতে পারেননি তিনি।
টিকিট না পাওয়ার ব্যাপারে কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কাউন্টারে গিয়ে আমি কথা বলেছি। তারা বলেছে, যে যাই বলুক, কাউন্টারের সামনে থেকে সরতে বললে আপনি সরবেন না। আপনি লাইনে দাঁড়িয়ে থাকুন। লাইন ছাড়বেন না।
দাঁড়িয়ে থাকতে পারলে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে টিকিট দেওয়া হব বলে কাউন্টার থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com