পাথরঘাটায় ৩শ হাঙরসহ ১৩ জেলে আটক

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় প্রায় ৩শ হাঙরের বাচ্চাসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ডে
দক্ষিনজোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা। পরে তাদেরকে জরিমানা করে ছেরে দেয়া হয়।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে
ছেরে দেন।

এর আগে সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে
কোস্টগার্ড।

আটককৃতরা হলো, আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম,
আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।

সাবরিনা সুলতানা জানান, হাঙর মাছ নিধন সম্পূর্ণ বে-আইনী তাই বন্যপ্রাণী
সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙরগুলো ধ্বংস করার জন্য কেরসিন
দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।