পাথরঘাটায় গাছের ডাল কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ years ago

পাথরঘাটা, বরগুনাঃ বরগুনা জেলার পাথরঘাটায় বিল্ডিংয়ের সানসেট থেকে গাছের ডাল কাটার সময় নিচে পড়ে মো: নুহু হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরশহরের পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নুহু হাওলাদার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে রেইনট্রি গাছ কাটার জন্য বের হন নুহু। এ সময় তিনি গাছের ডাল কাটলে সেই ডাল পাশের অন্য একটি গাছের ডালের সাথে আটকে যায়। পরে স্থানীয় সিদ্দিক ডাক্তারের ৩ তলা বাড়ির বিল্ডিংয়ের সানসেট থেকে গাছের ডালটি ছাড়াতে গেলে ওই ডালের সাথে নিচে পড়ে যান নুহু। স্থানীয়রা দেখে দ্রুত উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার জানান, ঘটনাটি দুঃখজনক তবে বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।