পাঠদান কার্যক্রমের সু-ব্যবস্থা ঘাটাইলের “গোলজার হোসেন” বিদ্যালয়ে

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোঃ সিরাজুল ইসলাম – ঘাটাইল (টাঙ্গাইল),

টাঙ্গাইলের ঘাটাইলে একটি গঠনতান্ত্রিক বিদ্যালয় “গোলজার হোসেন ব্রিলিয়্যান্ট স্কুল”। যদিও ঘাটাইলের মধ্যে একটু মধ্যক্রমের বিদ্যালয় হিসেবে এটিকে আক্ষায়িত করা যায় । কিন্তু বিদ্যালয়টির পাঠদান কর্মসূচি ও কার্যক্রমের দিক থেকে দেখতে গেলে এটি একটি উচ্চ মানের স্কুল হিসেবে ঘাটাইলে সবার সামনে তুলে ধনা যেতে পারে । কিন্তু বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম থাকায় বিদ্যালয়টি এগিয়ে যেতে পারছে না । কথায় আছে এক লাফে গাছে উঠা যায় না । তেমনি বিদ্যালয়টিও আস্তে আস্তে ঘাটাইলের মানুষে কাচে পরিচিত হচ্ছে, নামে নয় কাজেই এই বিদ্যালয়ের আসল প্রমান । বিদ্যালয়টিতে ছাত্র সংখ্যা কম হলেও পড়ার মান ঘাটাইলের অন্যান্য বিদ্যালয়ের সমপরিমান বলে মনে করা যায় ।

বিদ্যালয়টির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, মোঃ রাকিব হাসান । গত রবিবার তার সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, “বিদ্যালয়টিতে ছাত্রের দিক থেকে কম হতে পারে কিন্তু পড়াশোনার দিক থেকে সর্বস্তরে এগিয়ে । তিনি আরো জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীরা কোন ধরনের খারাপ ও অনৈতিক কাজ করতে না পারে সেইজন্য মনিটরিয়ের জন্য বিদ্যালয়ের বিভিন্ন কণায় ও ক্লাসরুমে সি.সি টিভি ক্যাম্রা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে , আমরা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পরিক্ষা সহ বছরে ৩ টি সেমিস্টারে পরিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহমূলক পুরস্কার দিয়ে থাকি । আমাদের বিদ্যালয়ে আসন সংখ্যা সীমিত করায় শিক্ষকের যেকোন লেকচার ছাত্র-ছাত্রীদের শুনতে এবং বোঝতে কোন অনুবিধা হয় না আর শিক্ষকেরাও মনোরমতা বোধ করে । আমরা ছাত্রদের পড়ালেখার উন্নতির জন্য প্রতি মাসে একবার অভিভাবকদের সাথে অলোচনামূলক মিটিং করে থাকি । পি.এস.সি/জে.এস.সি.এস.এস.সি পঋখারথীদের আলাদাভাবে বিশেষ নজর রাখি ও পড়ালেখায় উৎসাহ দিয়ে থাকি । আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ৫ বছরে ২০ জন বৃত্তিপ্রাপ্ত হহ সতভাগ পাশ”। বিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাব্যবস্থার উপর তার মতামত সম্পর্কে মোঃ রাকিব হাসানকে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও কার্যক্রমের দিক থেকে আমি পুরোপুরো সাচ্ছন্দ বোধ করি । কেননা বিদ্যালয়ের এই উন্নয়ন আমার একা দ্বারা সম্ভব না, বিদ্যালয়ের সমস্থ শিক্ষক-শিক্ষিকারা মিলে কাজ করেছি বলে আমরা আস্তে আস্তে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারছি । আর আমাদের সাথে সদা সর্বদা শিক্ষার্থীরা মত প্রকাশ করে বলে আমরা সন্তুষ্টি বোধ করি” । তিনি বিদ্যালয়ের সর্বস্তরের মঙ্গল কামনা করে বলে আমাদের জানান । এটা বলে তিনি তার বক্তব্য শেষ করে ।