পাটের সব পণ্য মিলবে জেডিপিসির ই-কমার্স সাইটে

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

সরকারি সংস্থা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) একটি ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন করেছে। এ সাইটে এখন সব পাটপণ্য কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।

রোববার (২৪ ঘণ্টা) স্মার্টজুট ডটকম ডটবিডি নামের এ ওয়েবসাইটটি উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।

ওয়েবসাইট প্রসঙ্গে জেডিপিসির নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ জাগো নিউজকে বলেন, সারাদেশে জেডিপিসির ৯১০ জন উদ্যোক্তা রয়েছে। যারা তাদের উৎপাদিত পাটপণ্য জেডিপিসির মাধ্যমে এতদিন বিক্রি করেছে। এখন তারা এ ই-কমার্স সাইটে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। ফলে দেশি-বিদেশি ক্রেতারা এক ছাদের নিচে আসবে এ প্ল্যাটফর্মের মাধ্যমে।

ওয়েবসাইটটিতে সব উদ্যোক্তার জন্য আলাদা অ্যাকাউন্ট রয়েছে। তারাই নিজেরা তাদের উৎপাদিত পণ্য ঘরে বসে বিক্রি করতে পারবেন। পণ্য কেনাবেচা সম্পর্কিত বিষয় দেখভাল করার জন্য জেডিপিসির একটি কমিটি করা হয়েছে।

গোপাল চন্দ্র দাশ বলেন, সারাবিশ্বে পাটের পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু সবাই জানতো না বাংলাদেশে এত বহুমাত্রিক পাটপণ্য উৎপাদিত হয়। এ প্ল্যাটফর্ম পাটের গ্লোবাল মার্কেট বড় করবে। ক্রেতারাও ঘরে বসে পাটপণ্য কিনতে পারবেন।