পাটুরিয়ায় যানবহনের দীর্ঘ সারি, দুর্ভোগ

:
: ২ years ago

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের বুধবার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর পর্যন্ত পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে শতাধিক ছোট-বড় যানবাহন।দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থাকায় যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে বিকেলের মধ্যে যানবহনের চাপ কমে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল বলেন, ‘তিনদিন সরকারি ছুটি থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। এ নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকলেও বাড়তি যানবাহনের চাপে যানবাহনগুলোকে পাটুরিয়া ঘাট পার হতে অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘৫ নাম্বার ঘাট এলাকায় ছোট ও পরিবহনের বাস মিলিয়ে ৬০০ গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়া দুটি ট্রাক টার্মিনালে ৪০০ পণ্যবাহী ট্রাক নদী পার হওয়ার অপেক্ষায় আছে।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, ‘পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে ৭ কিলোমিটার আগে সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। সংযোগ সড়ক এলাকায় সাধারণ পণ্যবাহী ৩০০ ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১টি রোরো ফেরি, ৬ টি ইউটিলিটি ফেরি, ২ টি ডাম্প ফেরি ও একটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বুধবার সন্ধ্যা থেকে এ নৌরুটে যানবাহনের চাপ বাড়তে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।’