পাকিস্তান কেন! গোটা চীনকে মুছে দিতে পারে এই পরমাণু অস্ত্র

লেখক:
প্রকাশ: ৭ years ago

ভারতের অত্যাধুনিক পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার মিসাইল ‘অগ্নি-৫’। যা কিনা ভারতীয় সেনাবাহিনী গর্ব।

এই মিসাইলের আওতায় রয়েছে গোটা চীন। এমনকি রয়েছে পাকিস্তানও। জেনে নিন এই মিসাইলের বেশ কয়েকটি তথ্য-

৫০ টন ওজনের এই মিসাইলটি ১৫০০ কেজি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার মিসাইল ‘অগ্নি-৫’ এর আয়ত্তের মধ্যে রয়েছে পাকিস্তান, চিন এবং ইউরোপ।

গত কয়েকবছর আগে ওডিশা প্রদেশের কালাম দ্বীপ থেকে মিসাইলটি উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই মিসাইলটি ডিজাইন থেকে সবকিছুর দায়িত্বে ছিল ডিআরডিও।

‘অগ্নি’ সিরিজের মিসাইলের মধ্যে এটিই সর্বোচ্চ দূরপাল্লার। এর লক্ষ্যমাত্রা ৫৫০০-৫৮০০ কিলোমিটার। অত্যাধুনিক এই মিসাইলটির বিধ্বংসী ক্ষমতাও অনেক বেশি।

কলকাতা টোয়েন্টিফোর