প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ১১:৪৪ অপরাহ্ণ
পাকিস্তানে সৌদি যুবরাজকে ঘিরে যত আয়োজন
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ১৭ ফেব্রুয়ারি দুই দিনের সফরে পাকিস্তান যাবেন। এই সময় দুই দেশের মধ্যে তিনটি বড় সমঝোতা স্মারক ও ১ হাজার কোটি ডলারের বেশি অর্থের বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে। এসব ছাপিয়ে যুবরাজের সফরের জাঁকাল আয়োজন সবার দৃষ্টি কেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় এখানে তুলে ধরা হলো।
- পাকিস্তানের পিএম হাউসে থাকা প্রথম রাষ্ট্রীয় অতিথি হবেন যুবরাজ বিন সালমান।
- রাজকীয় রক্ষীসহ ৪০ সদস্যের বিশাল এক দলের নেতৃত্ব দেবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
- নূর খান এয়ারবেস থেকে হেলিকপ্টারে করে পিএম হাউসে উড়ে যাবেন যুবরাজ।
- পিএম হাউসের নিরাপত্তায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকবে সৌদি নিরাপত্তা দলও।
- এরই মধ্যে দুটি সি-১৩০ এয়ারক্রাফট উড়ে গেছে পাকিস্তানে। এগুলোতে করে নেওয়া হয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজের সাতটি বিলাসবহুল গাড়ি ও একটি ল্যান্ড ক্রুজার।
- যুবরাজ সঙ্গে করে নিয়ে এসেছেন আসবাব, ব্যায়ামের সরঞ্জামসহ প্রচুর ব্যক্তিগত ব্যবহার্য জিনিস। এগুলো পিএম হাউসে নিয়ে যেতে আটটি কনটেইনার লেগেছে।
- যুবরাজ ও তাঁর প্রতিনিধিদলের জন্য ইসলামাবাদের আটটি হোটেলের ৭৫০টি কক্ষ ভাড়া করা হয়েছে। এসব হোটেলে আগের বুকিং বাতিল করা হয়েছে।
- নিরাপত্তার খাতিরে হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।
- যুবরাজের চারপাশে থাকবেন রাজকীয় প্রতিনিধি, গুরুত্বপূর্ণ মন্ত্রী ও শীর্ষ ব্যবসায়ীরা।
- এ সফরের খরচ বহন করবে সৌদি সরকার।
- যুবরাজ যেসব যানবাহন ব্যবহার করবেন, সেগুলো একটি বিশেষ ফ্লাইটে করে আনা হয়।
- এই সফরে সৌদি চিকিৎসক, গণমাধ্যমের কর্মীও রয়েছেন।
- যুবরাজের সফরকে ঘিরে দুটি শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
- রাজধানী ইসলামাবাদে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়েছে।
- ইসলামাবাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
- নূর খান এয়ারবেসের চারপাশে চিরুনি তল্লাশি ও অভিযান চলছে।
- দুদিনের জন্য মোবাইল সার্ভিস আংশিক স্থগিত করা হয়েছে।
- পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
- দুটি শহরে এক হাজার তল্লাশি চৌকি বসানো হয়েছে। প্রতিটি পুলিশ স্টেশনে পাঁচটি করে চৌকি বসানো হয়েছে।
- পুলিশ কর্মকর্তাদের বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
- এলিট ফোর্স কমান্ডোদের গুরুত্বপূর্ণ ভবনের ছাদে ও সংবেদনশীল পয়েন্টে নিয়োগ করা হয়েছে।
- সড়কপথগুলোর পুরোপুরি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।
- দুই দিন প্রধান প্রধান সড়কে যানবাহন বেশি চলাচল করবে না।
- যুবরাজ যখন অবতরণ করবেন, তখন পুরোনো বিমানবন্দর সড়ক বন্ধ থাকবে।
- যানবাহনগুলোকে অন্য সড়ক দিয়ে পরিচালিত করতে ১০০ ট্রাফিক ওয়াড্রেন মোতায়েন করা হয়েছে।
- দুটি শহরে গেস্ট হাউস ও ব্যক্তিমালিকানাধীন হোস্টেলগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
- তল্লাশির সুবিধার্থে জনসাধারণকে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
- যেকোনো ধরনের ড্রোন বা উড়ন্ত খেলনা দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
- সৌদি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা থাকবেন রাজধানীতে।
- ভিভিআইপি চলাচলের জন্য ইসলামাবাদ এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হবে। কোরাল চক থেকে ফয়সাল অ্যাভিনিউ ১৫ যেতে ইউ-টার্ন বেশ কয়েকবার বন্ধ রাখা হবে।
সূত্র: ডনডটকম
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com