চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানে বিয়ের যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়েছে। বুধবার (২০ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার (১৮ জুলাই) নৌকাটি সিন্ধু নদীতে দুর্ঘটনার কবলে। এসময় এটিতে শতাধিক যাত্রী ছিল।
কর্মকর্তারা জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু একই সংখ্যক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন।
ঘটনার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। তাই নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসনের মুখপাত্র কাশিফ নিসার গিল।
তিনি আরও জানিয়েছেন, যারা বেঁচে ফিরেছেন তাদের প্রায় সবাই পুরুষ। কারণ নৌকাটি উল্টে যাওয়ার পর তারা সাঁতার কেটে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
পাকিস্তানে নারীদের সাঁতার শিখতে খুব বেশি উৎসাহিত করা হয় না। দেশটিতে রক্ষণশীল বিনয় বিধি এখনো জনসাধারণের আচরণের অনেকটাই নিয়ন্ত্রণ করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com