বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত সামাজিক কুসংস্কার দূর করার লক্ষ্যে নির্মিত ছবি ‘প্যাডম্যান’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবিটিতে অক্ষয়ের সাথে আরো ছিলো বলিউডের দুই সেনসেশন তারকা সোনম কাপুর ও রাধিকা আপ্তে। ভারতে ছবিটির মুক্তিতে কোন বাঁধা ছাড়াই মুক্তি দেয়া হয়। প্রথম দিনে ছবিটির আয় ছিলো ১০ কোটি রুপি।
তবে পরিচালক রাজ বাল্কির জন্যে খারাপ সংবাদ হলো ছবিটি পাকিস্তানে প্রদর্শনীতে নিষিদ্ধ করেছে পাকিস্তান। কারণ হিসেবে দেশটির সেন্সর বোর্ড জানিয়েছে, ছবিটি সামাজিক ট্যাবু নিয়ে নির্মিত যা পাকিস্তানের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় ব্যাপারের সাথে সাংঘর্ষিক। তাই ছবির আমদানিকারদের এই ছবি আমদানি ও প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে এমন সিদ্ধান্তে হতবাক রাজ বাল্কি। তিনি বলেন, ‘নারীর স্বাভাবিক শারিরীক প্রক্রিয়ার দিকটি নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিই ছিলো ছবিটির মূল লক্ষ্য। কোনো জাতি বা ঐতিহ্যকে হেয় করা নয়।’
প্রযোজক টুইঙ্কেল খান্নার মতে ছবির শুরুর দিকের আয়টা একটু ধীরে হলেও প্রথম সপ্তাহেই ছবিটি ভারতে ৭০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com