পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

:
: ৬ years ago

গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে।

রোববার পাঞ্জাব প্রদেশের নাওয়াল শহরে এক সমাবেশে অংশ নেওয়ার সময় তার ওপর এ হামলা হয় বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার ঘটনাকে আহসান ইকবালকে হত্যার চেষ্টা বলে বর্ণনা করেছেন।

ডন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি কাধে গুলিবিদ্ধ হন। উদ্ধার করে তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে সেখান থেকে হেলিকপ্টারে করে লাহোরে নেওয়া হয়।

জেলা পুলিশ কর্মকর্তা ইমরান কিশোর জানান, সমাবেশে উপস্থিত থাকা হামলাকারী ২০ গজ দূর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আহসান ইকবালকে গুলির ঘটনায় সন্দেজভাজনকে আটকের বিয়ষটি নিশ্চিত করে পাঞ্জাব পুলিশের এক টুইট বার্তায় বলা হয়, ২০ থেকে ২২ বছরী ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।