পাকিস্তানের মন্ত্রীরা আর বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না বা বিদেশে পাঁচ তারকা হোটেলে থাকতে পারবেন না। স্বেচ্ছায় নিজেদের বেতন কমানোর জন্য সরকার মন্ত্রীদের ধন্যবাদও জানিয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ৬৫০ কোটি ডলার ঋণ পেতে পাকিস্তান সরকার নিজেদের ৭৬ কোটি ৪০ লাখ ডলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার জানিয়েছেন, আগামী জুলাই মাসে সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, ‘এটি সময়ের প্রয়োজন। আমাদের দেখাতে হবে সময় আমাদের কাছে কী দাবি করছে এবং এটি হচ্ছে কঠোরতা, সরলতা ও ত্যাগ।’
শরিফ জানিয়েছেন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েক জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেতন ও সুযোগ-সুবিধা ত্যাগ করেছেন। সরকার আগামী বছর পর্যন্ত বিলাসবহুল পণ্য ও গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।