আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটাররা তৈরি করছেন পছন্দের একাদশ। ১৫ সদস্যের বিশ্বকাপ দল তৈরি করার তালিকায় নাম লেখালেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ দল প্রকাশ করেন পাইলট। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুউল্লাহ রিয়াদকে দলে রেখেছেন পাইলট।
তামিম ইকবাল এবং লিটন দাসকে তার দলে ওপেনার হিসেবে রেখেছেন। ব্যাকআপ ওপেনারের জন্য একটি জায়গা ফাঁকা রেখেছেন তিনি। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। পাইলটের দলে মিডল অর্ডারে রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মাহেদী ও মেহেদি হাসান মিরাজ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। ১৫ সদস্যের দলে চারজন পেসার রেখেছেন পাইলট। তারা হলেন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।