মেসি, নামটা শুনলেই প্রথমেই চোখে ভেসে ওঠে দুর্দান্ত সব ড্রিবেলিংয়ের সঙ্গে গোল। যে মাঠে কিংবা দলের বিপক্ষেই খেলুক না কেন গোল করে দলকে এনে দেন দুর্দান্ত সব জয়। চেলসির বিপক্ষেও প্রায় ছয় বছর গোল না পাওয়া এই তারকা এবার করেছেন তিন গোল। তবে একটা জায়গায় প্রায় পাঁচ বছর কোন গোল নেই মেসির পায়ে। আর তা হল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।
অবিশ্বাস্য হলেও সত্য যে, শেষ পাঁচ বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচে গোল করতে পারেননি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। ২০১২-১৩ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে গিয়েছিল বার্সেলোনা। ২ এপ্রিলের ওই ম্যাচে ৩৮ মিনিটে গোল পেয়েছিলেন মেসি।এরপর শেষ আটে ১০ ম্যাচ খেলে ফেলেছেন মেসি, কিন্তু আর গোলের দেখা পাননি।
এদিকে বুধবার ঘরের মাঠে রোমাকে ৪-১ গোলে উড়িয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে গেছে বার্সা। তবে ওই ম্যাচেও গোল করতে পারেননি পাঁচ বারের বর্ষসেরা এই তারকা। এখন দেখার অপেক্ষা শেষ আটের ফিরতি ম্যাচে রোমার মাঠে কি পাঁচ বছরের খরা কাটাতে পারবেন মেসি?
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com