একসময়ের উপমহাদেশের মধ্যে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বরিশাল বজ্রমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ ভবনটি দীর্ঘ পাঁচবছর পর সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বাকসুর ভবনের তালা ভেঙে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, নতুন নেতৃত্বের হাতে বাকসু ছেড়ে না দেওয়ার জন্য সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএম কলেজের দীর্ঘদিনের নিয়ন্ত্রন কর্তা জেরা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম ও তার সহযোগিরা বাকসুর ভবন তালাবদ্ধ করে রেখেছিলো।
তিনি আরও বলেন, বিএম কলেজ ছাত্র সংসদের সংক্ষিপ্ত নাম ‘বাকসু’। এটি ইংরেজি শব্দ। এর পূর্ণাঙ্গ হচ্ছে-ব্রজমোহন ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টস ইউনিয়ন। এখান থেকেই ভিপি, জিএস, এজিএস নির্বাচিত হয়ে বর্তমানে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন অনেক রাজনীতিবিদরা। যারমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদ, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, হুইপ আসম ফিরোজ ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার অন্যতম। সেই বাকসু ভবন বিগত পাঁচ বছর ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছিলো। ফলে এই ক্যাম্পাসে রাজনৈতিক মেধা চর্চা বন্ধ ছিলো। তাই আমরা উদ্যোগী হয়ে বাকসু ভবনের দরজার তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছি।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বর্তমান সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরোধীজোটের অন্যতম নেতা ও বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষারের অনুসারী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com