পশ্চিমারা বিপজ্জনক ও নোংরা খেলায় মেতেছে: পুতিন

লেখক:
প্রকাশ: ২ years ago

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হয়েছে। কারণ পশ্চিমা অভিজাতরা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বৈশ্বিক আধিপত্যের অনিবার্য বিপর্যয় রোধের চেষ্টা করছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য জনসম্মুখে হাজির হয়েছিলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অভিযানের জন্য কোনও অনুশোচনা নেই। তিনি পাল্টা অভিযোগ করেছেন যে, পশ্চিমারা  যুদ্ধের উসকানি দিয়েছে এবং তারা ‘বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা খেলায় মেতে উঠেছে।’

 

পুতিন বলেছেন, ‘বিশ্বে পশ্চিমাদের অবিভক্ত আধিপত্যের ঐতিহাসিক সময়কাল শেষ হতে চলেছে। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি: সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সময়ে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে গুরুত্বপূর্ণ দশক।’

সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পুতিন সাংবাদিকদের সামনে হাজির ছিলেন। এসময় তিনি নিশ্চিন্ত ভঙ্গিতেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার সেনাদের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়েছেন।