পশ্চিমবঙ্গে সন্মানসূচক ডি-লিট পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট দিচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোল শহরে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। দু’দিনের সফরে আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন উৎসবে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে ডি-লিট। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী  শনিবার জানান, ২৬ মে বেলা সাড়ে ১১টায় শুরু হবে এই সমাবর্তন উৎসব। প্রথম পর্বে থাকবে বিশেষ সমাবর্তন। এ অনুষ্ঠানেই শেখ হাসিনাসহ তিন গুণীর হাতে তুলে দেওয়া হবে সন্মানসূচক ডি-লিট। মূল সমাবর্তন উৎসবে বিশ্ববিদ্যালয়ের ২০ জন স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এরপর ৪৫০ ছাত্রছাত্রীর হাতেও তুলে দেওয়া হবে ডিগ্রি সনদ।

শেখ হাসিনার সঙ্গে এদিন বলিউড তারকা শর্মিলা ঠাকুর ও ভারতের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানী এসএম ইউসুফের হাতেও তুলে দেওয়া হবে সম্মানসূচক ডি-লিট। আসানসোলের অদূরেই চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

শেখ হাসিনা ২৫ মে বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন। সেখানে তিনি বিশ্বভারতী চত্বরে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। ২৫ কোটি রুপি ব্যয়ে এই ভবন নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে শুক্রবার জানায় দ্য হিন্দু।