বাংলাদেশের বরিশালের শব্দাবলি গ্রুপ থিয়েটার ‘বৈশাখিনী’ নাটক নিয়ে সফর করেছে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম, শান্তিনিকেতন আর বর্ধমানে। ‘বৈশাখিনী’ নাটক দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। নাটকের এই দলের প্রধান সৈয়দ দুলাল আজ রোববার সকালে বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের নাটকটির চারটি প্রদর্শনী করেছি। প্রচুর সাড়া পেয়েছি। দর্শক মুগ্ধ হয়ে দেখেছেন আমাদের নাটক। আমরাও খুশি। এখানে এসে দেখেছি, গ্রামের লোকজনও নাটক দেখার ব্যাপারে দারুণ আগ্রহী। সবাই হাততালি দিয়ে আমাদের অভিনন্দন জানিয়েছেন।’
সৈয়দ দুলাল জানান, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীর নাট্যদল থিয়েটার মেকারস আয়োজিত নাট্য উৎসবে শব্দাবলির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বৈশাখিনী’ মঞ্চস্থ হয়। সত্য ঘটনা অবলম্বনে এই নাটকের গল্প। একজন বীরাঙ্গনার কাহিনি। চন্দন সেনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন মাহফুজা হিলালী, নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল। নাটকটির প্রদর্শনী হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে—গত ২৭ জানুয়ারি কল্যাণী কলা কেন্দ্র মঞ্চে, ২৮ জানুয়ারি মধ্যমগ্রাম নজরুল শতবর্ষ সদন মঞ্চে, ৩০ জানুয়ারি শান্তিনিকেতনে নিভৃত পূর্ণিমায় এবং ১ ফেব্রুয়ারি বর্ধমানের তেপান্তর নাট্যগ্রামে।
‘বৈশাখিনী’ নাটকে অভিনয় করেছেন তন্দ্রা মল্লিক, সোনিয়া আক্তার, মণি আক্তার ও সুরভি জাহান নিশি।
সূত্রঃ প্রথম আলো
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com