জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী মারা গেছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জামালপুরের ইসলামপুর শহরের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা থানার হলোদিয়া গ্রামের তাহের আলী (৩০), উবাইদুর রহমান (৩৪) ও জামালপুরের হাসান আলী (২৮)।
স্থানীয়রা জানান, ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় ওই গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে খুঁটির তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী মারা যান। এসময় হেলাল, জুয়েল, মিঠুন, শফিকুল ও রুবেল নামে আরও পাঁচজন গুরুতর আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com