পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে কিরগিজস্তান। স্বচ্ছ পানি, ঝর্না, লেক আর সুন্দর উপত্যকা দেখতে সেখানে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। দেশটির ৯৫ শতাংশ জুড়ে রয়েছে পাহাড়। যার মধ্যে উল্লেখযোগ্য মধ্যএশিয়ার সুইজারল্যান্ড খ্যাত তিয়েনশান বা স্বর্গীয় পাহাড়।
কিরগিস্তানের চুই অঞ্চলের কেল-তোর লেক। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে লেকের নীল পানি। এমন মনোরম দৃশ্য মনে এনে দেয় প্রশান্তি। পর্যটকরা এখানে ভবঘুরে পরিবারগুলোর বাড়িতে থেকে উপভোগ করতে পারেন স্থানীয় সংস্কৃতিও। রাতে থাকার সুযোগ আছে পর্যটকদের।
অংশ নিতে পারবেন ঘোড়ায় চড়া বা ঈগল শিকারে। চীন, কাজাকস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান এর মাঝে এই দেশটি কিছুটা দুর্গম হলেও, প্রকৃতির পুরোপুরি উপভোগ করেত এখানে আসেন পর্যটকরা।
স্থানীয়রাও এখন বুঝতে পারছে, প্রকৃতি ভিত্তিক পর্যটন থেকে লাভবান হতে পারে তারা। প্রধান পর্যটন বিভাগ কিরগিজ সংস্কৃতি মন্ত্রণালয় আজামাত জামানকুলোভ জানান,মানুষ এখন ট্রেকিং এ উৎসাহিত হচ্ছে। স্থানীয়রা ট্রেকিং এর পথ নিজেরাই তৈরি করছে, এতে পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে তারা। আমাদের নিজেদেরই গাইড আছে যারা বিভিন্ন জায়গা দেখাতে পারছে এবং এ বিষয়ে জানাতে পারছে।
আন্তর্জাতিক ব্যবসা পরিষদের হিসেব অনুযায়ী, কিরগিস্তানে প্রতি বছর ১০ শতাংশ করে বাড়ছে পর্যটকের সংখ্যা। তবে, যারা শহুরে ব্যস্ততা থেকে একটু স্বস্তি পেতে এখানে আসেন, তাদের জন্য পর্যটকদের অতিরিক্ত ভিড় একটা সমস্যা হয়ে দাড়াবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com