#

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস মঙ্গলবার কর্মস্থলে যোগদান করেছেন।

রাম চন্দ্র দাসের জন্মস্থান রাজবাড়ীর কালুখালী উপজেলায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগ ও যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগে। রাম চন্দ্র দাস ১৯৯১ সালে বিসিএস ৯ম ব্যাচে সহকারী সচিব হিসাবে চাকরিতে যোগদান করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি শরীয়তপুরের জেলা প্রশাসক ছিলেন।

গত ২০১৫ সালে শরীয়তপুরে জেলা প্রশাসক থাকাকালে তিনি প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছেন। রাম চন্দ্র দাস বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার ও শিল্পী। তিনি তিনটি কাব্য গ্রন্থের রচয়িতা।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন