করোনাভাইরাস পরীক্ষার জন্য পিরোজপুর থেকে পাঠানো ৫৬টি নমুনা পরীক্ষা না করেই ফেরত পাঠিয়েছে বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল সোমবার ওই নমুনাগুলোকে ‘রিজেক্টেড’ দেখিয়ে ফেরত পাঠানো হয়।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ফেরত আসা নমুনাগুলো গত ১৬ জুন বরিশালে পাঠানো হয়েছিল। তবে কী কারণে নমুনাগুলো পরীক্ষা করা হয়নি, তা উল্লেখ করেনি ল্যাব কর্তৃপক্ষ। নমুনা দেওয়া ওই ৫৬ ব্যক্তির কাছ থেকে আবারও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার রাতে পাওয়া করোনাভাইরাসের পরীক্ষার ফলের মধ্যে তার অফিসের একজন কর্মচারীর করোনা পজিটিভ এসেছে। বর্তমানে আক্রান্ত ওই কর্মচারী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
পিরোজপুরের সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এখনো ৭৪৬টি নমুনার ফল পায়নি পিরোজপুর স্বাস্থ্য বিভাগ।