পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, একটি শিশু যখন একটি গাছ রোপণ করবে তখন তার সঙ্গে সঙ্গে গাছটিও বড় হতে থাকবে। তাই একটি গাছ মানে একটি ভবিষ্যৎ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণকালে পুলিশ সুপার একথা বলেন। ‘নারী ও শিশু নির্যাতনের বিরোধী শক্তির’ জেলা কমিটি এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ হয়।
চারা বিরতণকালে পুলিশ সুপার হায়াতুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলের প্রতিবছর গাছের চারা রোপণ দরকার। এটি পরিবেশের জন্য খুবই প্রয়োজন।
গাছের চারা বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ‘নারী ও শিশু নির্যাতনের বিরোধী শক্তির’ জেলা সহসভাপতি দিপ শিখা দাস, জাকারিয়া খান ইকবাল, সাধারণ সম্পাদক সামিয়া সুলতানা মনি, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com