পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণের কল্যাণে বিদ্যমান পরিবহন নীতিমালা সংস্কার আবশ্যক বলে মনে করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার রমনা আইইবি মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই মতামত তুলে ধরেন তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রামের নামে দেশব্যাপী পরিবহন খাতের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ মালিক-শ্রমিকদের ক্ষয়-ক্ষতি পূরণে প্রায় ৪০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। এর মাধ্যমে সরকার পরিবহন বান্ধব সরকার হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত পেয়েছে।
অতীতে কোনো সরকারই পরিবহন খাতে এ ধরণের আর্থিক সহায়তা দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে বর্তমান সরকার পরিবহন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।
সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সমিতির নেতৃবৃন্দের পক্ষে সর্দার শাহ আলম, রুস্তুম আলী খান, কফিল উদ্দিন, আলী আকবর, গোলাম রসুল বাবুল, মো. গোলাম নবী প্রমুখ আলোচনায় অংশ নেন ।
পরে সভায় জানানো হয়, সড়ক পরিবহন নীতিমালা সংস্কার দাবি ও সম্প্রতি দু’টি মামলায় রায় দান পরিস্থিতি ব্যাখ্যা করতে আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১২ টায় প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com