বিতর্কিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল নাঈমের দেয়া পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার দেয়া তথ্যের সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের একটি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করে নাঈম। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদর ৬ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। বাবার নাম তাহের মিঞা। দুই ভাই দুই বোন রয়েছে তার। বোনদের মধ্যে সে ছোট।
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী জান্নাতুল নাঈম। সামাজিক মাধ্যমে জান্নাতুল নাঈম এভ্রিল নামে পরিচিত হয়। মোটরসাইকেল নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী হওয়ায় বাংলাদেশের হাইস্পিড লেডি বাইক রাইডার হিসেবেও পরিচিতি পান তিনি। আর সর্বশেষ তিনি শীর্ষ স্থানে নাম লিখিয়েছেন ‘লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায়। নাঈম সামাজিক মাধ্যম ও সকলের কাছে নিজেকে অবিবাহিত বলে প্রকাশ করলেও খোঁজ নিয়ে জানা যায় সে বিবাহিত ছিল। বিয়ের কয়েক মাসের মাথায় সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে স্বামীর কাছে থেকে ডিভোর্স নিয়ে ঢাকায় চলে আসেন। পরে মিডিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য গড়ে তোলেন নিজের নেটওয়ার্ক। পরে বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত কোম্পানির প্রোমোটর হিসেবে নিয়োগ পান।নাঈমের বিষয়ে ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তার নাম জান্নাতুল নাঈম। তার বিয়ে হয়েছিল। তবে সে সংসার বেশিদিন টেকেনি। ডিভোর্সের পর আর তার কোনো খোঁজ-খবর আমি জানি না।জান্নাতুল নাঈম বাবা তাহের মিয়া জানিয়েছেন, এভ্রিল নামে কাউকে আমি চিনি না। তবে জান্নাতুল নাঈম নামে আমার একটি মেয়ে ছিল। তবে তাকে আমি এখন চিনি না। আমি সিঙ্গাপুরও থাকি না, বড় ব্যবসায়ীও না, আমি সাধারণ একজন মানুষ। তার কোনো খোঁজ আমার পরিবারও রাখে না।