পরিচালক পদে ২৮ স্বাস্থ্য কর্মকর্তার পদোন্নতি

লেখক:
প্রকাশ: ৭ years ago

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশকৃত এবং রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে চাকরির অভিজ্ঞতা প্রমার্জনাকৃত ২৮ জন স্বাস্থ্য কর্মকর্তাকে পরিচালক/সমমানের পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০১৫এর ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে এ পদোন্নতি দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পারসোনাল শাখা-২ এর যুগ্মসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

একই দিন একই ব্যক্তির স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে এ সকল কর্মকর্তাকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি/পদায়ন করা হয়।

বদলি/পদায়নকৃত কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।