পবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

লেখক:
প্রকাশ: ২ years ago

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুর রহমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭) ও একজনের নাম জানা যায়নি। শনিবার (১১ মার্চ) দিবাগতরাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। হঠাৎ রডের সাথে বৈদ্যুতিক মেইন লাইনের সংযোগ হওয়াতে আগুন ধরে যায়। এতে শফিকুর রহমান (৩৮) ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ইমরান হোসেন(২৫), মোঃ মনিরসহ(২৭) আরও একজন মারাত্মক দগ্ধ হন। আহত শ্রমিকদের মধ্যে শফিকুর রহমানের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

হেলথকেয়ার সেন্টারের চীফ মেডিক্যাল অফিসার ডা. এ. টি. এম. নাসির উদ্দীন বলেন, আহত শ্রমিকদের শরীরের প্রায় ৭০% দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। এ ধরণের ঘটনা কোন ভাবেই কাম্য নয়।

উল্লখ্য, এ বিষয়ে ঠিকাদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।