পবিত্র হজে গমনেচ্ছুক সরকারি ও বেসরকারি সম্মানিত হজ্জযাত্রীদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৬ years ago

আজ ২৫ মে সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে। ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুর বরিশাল। পবিত্র হজে গমনেচ্ছুক সরকারি ও বেসরকারি সম্মানিত হজ্জযাত্রীদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল, মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল, মোঃ আলম হোসেন, ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, রেজা মোঃ মহসিনসহ হজে গমনেচ্ছু হজ্জযাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বরিশাল হজ্জযাত্রীদের হজের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ৪২৩ জন হজে গমনেচ্ছুক হাজী বরিশাল ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে তার মধ্যে, প্রথম ব্যচে দুই দিন ব্যাপী ২২৩ জন সরকারি বেসরকারি হজ্জযাত্রীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম আজ উদ্বোধন করা হয়।