পদ্মা সেতু দৃশ্যমান, দক্ষিণ বঙ্গের কোটি মানুষের স্বপ্ন পূরণ :

লেখক:
প্রকাশ: ৪ years ago

খলিফা মাইনুল : বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল সেতু পদ্মা । দক্ষিণ বঙ্গের হাজার কোটি মানুষের রাজধানীর সাথে যোগাযোগ করার একমাত্র সেতু এটি।বর্তমান সরকার তথা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ হিসাবে সেতুটির নির্মাণে কাজ হাতে নিয়েছিল ২০১৭ সালে। আজ পদ্মা সেতুতে  সবশেষ ৪১ নম্বর স্প্যানের মাধ্যেমে দৃশ্যমান হয়েছে পুরো সেতুটি। এর মধ্যে দিয়ে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু দৃশ্যমান হয়ে দক্ষিণ বঙ্গের কোটি মানুষের স্বপ্ন পূরণ  হয়েছে আজ।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে বসে প্রথম স্প্যান, ৪১টি বসাতে সময় লাগলো তিন বছর তিন মাস প্রায়। পদ্মা নদীর খরস্রোতা, ভরা বর্ষায় হয়ে ওঠে উত্তাল।

প্রতি বছর নদী ভাঙনে যেমন সর্বশান্ত হয় মানুষ, তেমনি বয়ে আনে বিপুল পলিমাটি। সব ঝুঁকি মোকাবিলা করে বসানো হয়েছে ৪১ নম্বর স্প্যান। সেখানে থাকা কর্মরত প্রকৌশলীরা জানান, নদীর বৈচিত্র্যময় গতি, তীব্র স্রোত ও পলি জমে যাওয়া ছিল স্প্যান বসানোর চ্যালেঞ্জ । ৪১ টি স্টিলের স্প্যান তৈরি হয়েছে  চীনে। এসেছে স্প্যানের খণ্ড খণ্ড টুকরো। জোড়া দেয়া হয়েছে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। রঙ শেষে বসানো হয়েছে পিলারে। তিন হাজার দুইশো টন ওজনের একেকটি স্প্যান বসাতে হয়েছে তীব্র স্রোত মোকাবিলা করে।

চীনের তৈরি শক্তিশালী ক্রেনে করে বহন করা হয় স্প্যান গুলো। তারা আরো বলেন, প্রথম স্প্যান বসানোর চার মাস পর ২০১৮ সালের জানুয়ারিতে বসে দ্বিতীয়টি। তৃতীয় স্প্যান বসে দেড় মাসের মাথায় মার্চে। এপ্রিলে বসে চতুর্থটি, পঞ্চম স্প্যান বসে জুনে। এরপর ২২টি পিলারের নকশা জটিলতায় থমকে যায় স্প্যান বসানো কাজ। যার কারণে ২০১৮ সালে মাত্র চারটি স্প্যান বসানো হয়। ছয় মাসের বিরতি দিয়ে ২০১৯ সাল থেকে একটি বা দুটি স্প্যান বসতে থাকে। ২০২০ সালে এসে গত দুই মাসে নয়টি স্প্যান বসানো হয়েছে। বর্ষায় স্প্যান বসানো যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন ।

তবে, আশার কথা হচ্ছে এত প্রতিকূলতা মোকাবিলা করেও জয় হচ্ছে বিজ্ঞান আর মানুষের চেষ্টার। পদ্মা সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড। পদ্মা সেতুতে মোট ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে আজকে। এ পদ্মা সেতু এখন শুধু ১৭ কোটি মানুষের স্বপ্ন পুরণের অপেক্ষায় মাত্র।