বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌ, স্থল এবং আকাশপথে সারাদেশের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশালের দূরত্ব কমবে। এতে বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃতি মিলনায়তনে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিক্রম কুমার দোরাইস্বামী আরও বলেন, কবি জীবনানন্দ দাশ, শের-ই-বাংলা এ কে ফজলুল হকসহ গুণীজনদের পুণ্যভূমি বরিশাল। বরিশাল ও বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি খুব আনন্দিত।
তিনি বলেন, এবার খুব অল্প সময়ের জন্য এলেও শিগগির সময় নিয়ে বরিশাল এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আসবো।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আনিসুর রহমান স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার প্রমুখ।
বরিশাল এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আসেন। অতিথিকে স্বাগত জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com