পদ্মায় মাঝ নদীতে আটকে পড়েছে ৫ ফেরি, চরম দুর্ভোগ

:
: ৭ years ago

পদ্মায় চায়না চ্যানেলে ড্রেজারের পাইপ স্থাপনের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মাঝ নদীতে পরিবহন ও যাত্রীবোঝাই ৫টি ফেরি আটকে পড়েছে।

বেলা ১১টা থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যাত্রীবোঝাই ফেরি মাঝ নদীতে আটকে আছে।

কাওড়াকান্দি ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চায়না চ্যানেলে ড্রেজারের পাইপ স্থাপন কাজ শুরু হয়েছে। যার ফলে এ রুটে লঞ্চ, স্পিড বোট ও ফেরিসহ সকল নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। আজ সকাল ১১ টার কিছু পর থেকেই মাঝ নদীতে পরিবহন ও যাত্রীবোঝাই ৫টি ফেরি আটকে আছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাঝ নদীতে চায়না কোম্পানি পদ্মার মধ্যে উত্তর দক্ষিণ বরাবরে নদীর চ্যানেল তৈরি করে পদ্মা সেতুর কাজ করছে। ওই চ্যানেল অতিক্রম করে এই রুটে ফেরি চলাচল করতে হয়। চ্যানেলে পাইপ স্থাপন করার কারণেই মূলত সকল নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এ ব্যাপারে চায়না কর্তৃপক্ষের সাথে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।