#

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন চার সহযোগী অধ্যাপক। পদোন্নতি প্রাপ্তদের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।

ঢাকা মেডিকেল কলেজের গাইনী অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও ঢাকা মেডিকেল কলেজে সংযুক্তি করে পদায়ন দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরীকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. আ স ম লোকমান হোসেন চৌধুরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে প্রদান করা হয়েছে।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নওশের আলীকে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন