বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ১৭ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (১২ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
গত ৩১ মে ও ২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে এ পদোন্নতি দেওয়া হয়। এ প্রজ্ঞাপনে ডিএমপি থেকে ১৩ জন পুলিশ কর্মকর্তা ‘পুলিশ সুপার’ থেকে ‘অতিরিক্ত ডিআইজি’ পদে উন্নীত হন।
অন্যদিকে ৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। এ প্রজ্ঞাপনে ডিএমপি থেকে চারজন কর্মকর্তা ‘অতিরিক্ত পুলিশ সুপার’ থেকে ‘পুলিশ সুপার’ পদে উন্নীত হন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com